Banar

আমি

সমাবেশ বন্ধ করায় অন্তর্বর্তী সরকার স্বৈরাচার প্রমাণিত: ইমাম হায়াত

সমাবেশ বন্ধ করায় অন্তর্বর্তী সরকার স্বৈরাচার প্রমাণিত: ইমাম হায়াত

রাজনীতি

নিজস্ব প্রতিবেদক

নিবন্ধিত রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লবের সমাবেশ বন্ধ করে অন্তর্বর্তী সরকার গণতন্ত্র বিধ্বংসী স্বৈরাচার হিসেবে প্রমাণিত হয়েছে।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ইনসানিয়াত বিপ্লব সমাবেশের আয়োজন করলে ক্ষমতাসীন মহলের নির্দেশে পুলিশ সমাবেশ বন্ধ করে দেয়ার প্রতিবাদে বিকেলে সংগঠনের গুলশানের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটি। 

সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত সমাবেশ বন্ধের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ইনসানিয়াত বিপ্লবের শান্তিপূর্ণ সমাবেশ করতে না দিয়ে সরকার গণতন্ত্র হত্যাকারী ও নাগরিকত্ব হরণকারী স্বৈরাচারী ফ্যাসিস্ট প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, সব দলকে কথা বলার ও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে না দিলে অন্তর্বর্তী ক্ষমতাসীনদের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব এবং কেবল প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র উৎখাত ও রাষ্ট্র জবরদখল হবে। আমরা জনগণের শান্তিপূর্ণ সভা সমাবেশ কর্মসূচি পালনের সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার এবং বাক স্বাধীনতা হরণ করে কেবল ধর্মের নামে গণতন্ত্রবিরোধী দলকে রাষ্ট্রীয় প্রশ্রয় দিয়ে ক্ষমতাসীন মহল জঙ্গিবাদের পক্ষপাতদ্যুষ্ট হয়ে দেশ-দ্বীন-জীবন-গনতন্ত্র ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

রাষ্ট্র সবার সব মানুষের স্বীকার না করলে এবং জনগণকে রাষ্ট্রের মালিক স্বীকার না করলে তাদের মাধ্যমে রাষ্ট্র ও জনগণের মুক্তি আসবে না বরং তাদের মাধ্যমে রাষ্ট্র ও গণতন্ত্র কেবল ধ্বংস হবে।

বাংলাদেশ জার্নাল/এএইচ/এমপি

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/politics/280300/সমাবেশ-বন্ধ-করায়-অন্তর্বর্তী-সরকার-স্বৈরাচার-প্রমাণিত-ইমাম-হায়াত

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Below Post Responsive Ads code (Google Ads)

buttons=(Accept !) days=(20)

https://oodruhoufouzair.com/4/7922562
Accept !