গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা রাজপাট গ্রামের জামাইয়ের হাতে শশুর মোঃ কুদ্দুস শেখ খুন হয়
( একটি শোক সংবাদ )
পারিবারিক দ্বন্দ্বে শশুরকে হত্যা করলেন মেয়ে জামাই
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা
রাজপাট গ্রামের ৬নং ওয়ার্ড ( দক্ষিণপাড়া) নিবাসী মৃত্যু জালাল সাহেবের ভাই মোঃ কুদ্দুস শেখ ( ৬২ ) বছর আজ সকালে ফজরের নামাজ পড়ে যাওয়ার সময় তার ছোট মেয়ের জামাই মোঃ রাকিব সরদার পিতা সিরাজ সরদার গ্রাম ধুতকুরা রাকিব তার শশুরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে এবং হত্যার পরে খুনি পালিয়ে চলে যায় ! ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন" হত্যা করার স্পোটে এখন পুলিশ ও পিপিআই এবং সাংবাদিকবৃন্দ তথ্য সংগ্রহ করছে ! কুদ্দুস ভাই একজন ভালো মনের মানুষ ছিলেন - মহান আল্লাহ তাআ'লা যেনো মরহুম কে জান্নাতুল ফেরদৌস দান করুণ ! আমীন" বর্তমান মরহুমের লাশ গোপালগঞ্জ ২৫০ বিশিষ্ট হাসপাতালে মর্গে রয়েছে ! লাশের পোসমাডাম করা হবে !
