
ওয়াসায় কর্মরতদের জন্য জরুরি নির্দেশনা
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক :: own-reporterনিজ কর্মস্থলে যথাসময়ে হাজির হওয়ার জন্য কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে কড়া নির্দেশনা দিয়েছে ঢাকা ওয়াসা। এখন থেকে সকাল ৯টার মধ্যে ডিজিটাল বা বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা গণনা করা হবে বলে জানায় সংস্থাটি। শুক্রবার (১৩ ডিসেম্বর) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, যে কর্মকর্তা বা কর্মচারী উল্লিখিত সময়ের মধ্যে ডিজিটাল হাজিরা নিশ্চিতে ব্যর্থ হবেন, তাকে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে। পাশাপাশি আইন অনুযায়ী শাস্তির মুখোমুখিও হতে হবে তাকে।
এর আগে প্রতিষ্ঠানটির সচিব মশিউর রহমান খান একটি অফিস আদেশের মাধ্যমে এ নির্দেশনা জারি করেছেন।
সচিব মশিউর রহমান খান জানিয়েছেন, ঢাকা ওয়াসার সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ কর্মস্থলে সকাল ৯টার মধ্যে ডিজিটাল, বায়োমেট্রিক টাইম অ্যাটেনডেন্ট ডিভাইস সিস্টেমে প্রবেশ ও বাহিরের সময় আবশ্যিকভাবে হাজিরা দিতে হবে।
অন্যথায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা ওয়াসা। ডিজিটাল, বায়োমেট্রিক হাজিরার ভিত্তিতে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা দেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ জার্নাল/এফএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/280970/ওয়াসায়-কর্মরতদের-জন্য-জরুরি-নির্দেশনা