Banar

আমি

৪৫৯ কোটি টাকা ‘আত্মসাৎ’: সিকদার পরিবারের সদস্যসহ আসামি ২৯

৪৫৯ কোটি টাকা ‘আত্মসাৎ’: সিকদার পরিবারের সদস্যসহ আসামি ২৯

বাণিজ্য

নিজস্ব প্রতিবেদক

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংকটির পরিচালক ও কর্মকর্তাসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় অন্য ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার আলোচনায় ছিল এটি। কাগুজে বিল সৃষ্টি করে ঋণের ৪৫৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে এই মামলায়। আসামি করা হয়েছে দীর্ঘদিন ব্যাংকটির নিয়ন্ত্রণে থাকা সিকদার পরিবারের কয়েকজন সদস্যকে।

রোববার দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন মামলা দায়েরের এই তথ্য দিয়েছেন।

অনুসন্ধান তালিকা অনুযায়ী আসামিরা হলেন- ন্যাশনাল ব্যাংকের পরিচালক রণ হক শিকদার, রিক হক শিকদার, পারভীন হক, মনোয়ারা হক, এ কে এম এনামুল হক শামীম, নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা, খলিলুর রহমান, আনোয়ার হোসেন ও মাবরুর হোসেন, জাকারিয়া তাহের ও মোয়াজ্জেম হোসেন।

এদের মধ্যে এ কে এম এনামুল হক শামীম, নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য ছিলেন।

মামলায় অন্য আসামিদের মধ্যে আছেন- সাদ মুসা গ্রুপের কর্ণধার ও সাউথ বাংলা এগ্রিকালচার কমার্স ব্যাংকের সাবেক পরিচালক মোহাম্মদ মোহসিন, ন্যাশনাল ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও ম্যানেজার নিজাম আহমেদ, ইসতিয়াক হাসান, এসইভিপি ইফতেখার হোসেন, এসএভিপি ও অপারেশন ম্যানেজার এ এস এম হেলাল উদ্দিন, এসএভিপি হাসিনা সুলতানা ও মোহাম্মদ মহসিন চৌধুরী, এভিপি আখতার হোসেন ও আলমগীর হোসেন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ নুরুন নবী, প্রিন্সিপাল অফিসার আবু বক্কর রাসেল ও শেখ ফরিদ আহমেদ, ভিপি মোহাম্মদ আবু রাশেদ, ইভিপি অরুন কুমার, ডিএমডি এএসএম বুলবুল, এএমডি বদিউল আলম, চৌধুরী মোশতাক আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক এএফএম শরীফুল ইসলাম।

দুদক কর্মকর্তা বলেন, সাদ মুসা গ্রুপের কর্ণধার মোহাম্মদ মহসিন, তার স্ত্রী মেরিডিয়ান ফাইন্যান্স লিমিটেডের পরিচালক শামীমা নারগিসের বিরুদ্ধে প্রায় ৫ হাজার কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক।

তিনি বলেন, সেই অনুসন্ধানের ভিত্তিতে ৪৫৯ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়েছে। ন্যাশনাল ব্যাংক লিমিটেডের চট্রগ্রাম আগ্রাবাদ শাখা থেকে ঋণ নিয়ে মোহাম্মদ মোহসিন এই টাকা আত্মসাত করার অভিযোগ আনা হয়েছে। এই জালিয়াতিতে অন্য আসামিরা জড়িত থাকার প্রমাণ পেয়েছে দুদক।

চলতি বছরের ৩০ অক্টোবর মোহসিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত।

২০০৯ সালে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) পরিচালনা পর্ষদে সিকদার গ্রুপের একক নিয়ন্ত্রণ ছিল। দীর্ঘদিনের চেয়ারম্যান জয়নুল হক সিকদার ২০২১ সালে মারা যান। সিকদার পরিবারের সদস্যদের মধ্যে বিবাদের জেরে ২০২৩ সালের ডিসেম্বরে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় সৈয়দ ফারহাত আনোয়ারকে।

বাংলাদেশ জার্নাল/এমপি

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/business/281868/৪৫৯-কোটি-টাকা-আত্মসাৎ-সিকদার-পরিবারের-সদস্যসহ-আসামি-২৯

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Below Post Responsive Ads code (Google Ads)

buttons=(Accept !) days=(20)

https://oodruhoufouzair.com/4/7922562
Accept !