ডেন্টাল কলেজে ভর্তির আবেদন শুরু রোববার
শিক্ষা
নিজস্ব প্রতিবেদক২০২৪–২৫ শিক্ষাবর্ষের বিডিএস (ডেন্টাল) ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভর্তির আবেদন শুরু হবে রোববার (২৯ ডিসেম্বর) থেকে। চলবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আবেদনকারীদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে ২০২৩ সাল অথবা ২০২৪ সালে এইচএসসি/‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২০২১ সালের আগে এসএসসি/ ‘ও’ লেভেল/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।
ডেন্টালে ভর্তি পরীক্ষার জন্য অনলাইন ফরম পূরণের নিয়ম ও ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য টেলিটকের ওয়েবসাইট, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের ওয়েবসাইট, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে জানা যাবে।
আবেদন ফি জমা দেয়া যাবে ২১ জানুয়ারি পর্যন্ত। প্রবেশপত্র প্রিন্ট করা যাবে ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আবেদনের প্রক্রিয়া শেষে ভর্তি পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীকে ২০২৩ সালে অথবা ২০২৪ সালের এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২০২১ সালের আগে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা আবেদন করতে পারবেন না।
প্রার্থীকে এসএসসি ও সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে, এইচএসসি বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগসহ জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে।
এসএসসি ও এইচএসসি বা সমমানের দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯ হতে হবে। উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয়দের ক্ষেত্রে এ দুটি পরীক্ষায় মোট জিপিএ হতে হবে ৮। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩ দশমিক ৫০ এর কম হবে না।
বাংলাদেশ জার্নাল/এমপি
from BD-JOURNAL https://www.bd-journal.com/education/281808/ডেন্টাল-কলেজে-ভর্তির-আবেদন-শুরু-রোববার