প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদকপ্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আজ বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর এটি ছিল প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতির মধ্যে প্রথম একান্ত বৈঠক। বৈঠকটি প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়।
ছাত্র-জনতার তুমুল আন্দোলনে ৫ অগাস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ৮ অগাস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এর দুদিন পর দেশের পঞ্চবিংশতিতম প্রধান বিচারপতি হিসেবে হাই কোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে দায়িত্ব দেয়া হয়।
বাংলাদেশ জার্নাল/এমপি
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/280502/প্রধান-উপদেষ্টার-সঙ্গে-প্রধান-বিচারপতির-সৌজন্য-সাক্ষাৎ