Banar

আমি

চট্টগ্রামে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতির বাসায় অভিযান

চট্টগ্রামে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতির বাসায় অভিযান

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি মাহবুবুল আলমের চট্টগ্রামের বাড়িতে যৌথ অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে চট্টগ্রামের খাতুনগঞ্জভিত্তিক ব্যবসায়ী মাহবুব আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধ উপায়ে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ গড়েছেন বলে অভিযোগ রয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) দিনগত রাত তিনটার দিকে নগরীর পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকার বাসায় এ অভিযান চালানো হয়।

জানা গেছে, মাহবুবুল আলমের সুগন্ধা এক নম্বর সড়কের বাসায় বিপুল পরিমাণ টাকা ও বৈদেশিক মুদ্রা থাকার গোয়েন্দা তথ্য পেয়ে সোমবার গভীর রাতে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‍্যাবের একাধিক গাড়ি আশপাশের সড়কে অবস্থান নেয়। তবে বাসার ভেতরে কী পাওয়া গেছে তা এখনো প্রকাশ করেনি র‍্যাব।

অভিযানের বিষয়ে মোবাইল ফোনে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মাহবুবুল আলম বলেন, কেউ হয়তো উদ্দেশ্যমূলকভাবে আইন প্রয়োগকারী সংস্থার কাছে ভুল তথ্য দিয়েছে। অভিযানে কিছুই পায়নি। অভিযানের পর সংস্থার লোকজন হাসিমুখেই বিদায় নিয়েছেন। 

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর চিকিৎসার কারণ দেখিয়ে দেশ ছাড়েন মাহবুবুল আলম। এরপর তিনি আর দেশে ফেরেননি। মাহবুবুল আলম বর্তমানে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

র‌্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মাহবুবুল আলম বলেন, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মাহবুবুল আলমের বাসায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা মজুত রয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় দুদক। এ অভিযানে র‌্যাব সহায়তা করেছে দুদককে। প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা অভিযানে কোনো ধরনের অর্থের সন্ধান পাওয়া যায়নি।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/282008/চট্টগ্রামে-এফবিসিসিআইয়ের-সাবেক-সভাপতির-বাসায়-অভিযান

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Below Post Responsive Ads code (Google Ads)

buttons=(Accept !) days=(20)

https://oodruhoufouzair.com/4/7922562
Accept !