
রেকর্ড গড়ে প্রথম জয়ের স্বাদ নিলো ঢাকা
ক্রীড়া ডেস্কএবারের আসরে আগের ছয় ম্যাচের সবকটিতে হেরে ধুঁকতে থাকা ঢাকা অবশেষে গেরো খুলেছে। ব্যর্থতার বৃত্ত ভেঙে তারা দেখেছে পরম কাঙ্ক্ষিত জয়ের মুখ। অন্যদিকে, রাজশাহী ছয় ম্যাচ খেলে পেয়েছে চতুর্থ হারের তেতো স্বাদ।
রোববার (১২ জানুয়ারি) সিলেটে দুর্বার রাজশাহীকে নিয়ে ব্যাটে-বলে ছেলেখেলা করে ঢাকা ক্যাপিটালস তুলে নিয়েছে আসরে তাদের প্রথম জয়। সেই জয়ের ব্যবধান ১৪৯ রান।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে ২৫৪ রান তোলে ঢাকা। জবাবে ১৫.২ ওভারে ১০৫ রানে গুটিয়ে যায় রাজশাহী।
রাজশাহীর দুর্বল বোলিংকে গুঁড়িয়ে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে ঢাকা। তারা টপকে গেছে যৌথভাবে আগের কীর্তির মালিক দুটি দলকে। ২০১৯ সালে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৪ উইকেটে ২৩৯ রান করেছিল রংপুর রাইডার্স। আর গত বছর কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৩ উইকেটে ২৩৯ রান তুলেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে।
১১৮ বলে ২৪১ রানের উদ্বোধনী জুটি গড়েন লিটন ও তানজিদ। বিপিএলে যে কোনো উইকেটে এটি সর্বোচ্চ রানের জুটির রেকর্ড। আগেরটি ছিল নিউজিল্যান্ডের ব্র্যান্ডন ম্যাককালাম ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের। ২০১৭ সালে ঢাকা ডায়নামাইটসের হয়ে রংপুরের বিপক্ষে দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ২০১ রানের জুটি গড়েছিলেন তারা।
যে পিচে আগের ইনিংসে ছিল চার-ছক্কার ফুলঝুরি, সেই একই পিচে রান তাড়ায় খাবি খায় রাজশাহী। শুরু থেকেই নিয়মিত বিরতিতে হারায় উইকেট। তাদের পক্ষে যা একটু লড়াই করেন জিম্বাবুয়ের রায়ান বার্ল। তিনি ৩২ বলে নয়টি চারে ৪৭ রানে অপরাজিত থাকেন। ঢাকার পক্ষে দুটি করে উইকেট নেন আবু জায়েদ রাহী, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোসাদ্দেক হোসেন সৈকত ও ফরমানউল্লাহ।
শেষমেশ লিটন বা তানজিদের কারও সমান রানও করতে পারেনি রাজশাহী। ওই দুজনের তাণ্ডবে বিপিএলে কেবল দ্বিতীয়বারের মতো একই দলের দুই ব্যাটারের সেঞ্চুরির ঘটনা দেখা গেছে। এর আগে ২০১৯ সালে রংপুরের পক্ষে জোড়া শতরান এসেছিল ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও দক্ষিণ আফ্রিকার রাইলি রুশোর ব্যাট থেকে। প্রতিপক্ষ ছিল ভাইকিংস।
বাংলাদেশ জার্নাল/এনবি
from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/282692/রেকর্ড-গড়ে-প্রথম-জয়ের-স্বাদ-নিলো-ঢাকা