
খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের বৈঠক
লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে আজ। সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের বৈঠক শুরু হয় শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় (লন্ডনের স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায়)।
নিজস্ব প্রতিবেদকলন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে আজ। সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের বৈঠক শুরু হয় শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় (লন্ডনের স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায়)। বোর্ডে ভার্চুয়ালি যোগ দেন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের চিকিৎসকরাও।
খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। হার্ট, কিডনি, আর্থ্রাইটিস, লিভার ও ডায়াবেটিস—বিশেষজ্ঞদের সমন্বয়ে শুক্রবার এই মেডিকেল বোর্ড গঠন করা হয়।
বৃহস্পতিবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, দুই-একদিনের মধ্যেই বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
ডা. জাহিদ বলেন, দীর্ঘদিন বেগম খালেদা জিয়া লিভার-কিডনির সমস্যা, হৃদরোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এ কারণে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষ হতে সময় লাগছে। লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের সাথে বাংলাদেশের চিকিৎসকরা সব সময় যোগাযোগ রাখছেন। পুরো বিষয়টি তত্ত্বাবধান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এদিকে, চিকিৎসাধীন মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার-অ্যাম্বুলেন্সে গত ৭ জানুয়ারি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান বেগম খালেদা জিয়া। ইমিগ্রেশন থেকে সরাসরি তাঁকে লন্ডন ক্লিনিকে নেয়া হয়। সেখানে অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলছে তাঁর চিকিৎসা।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।
বাংলাদেশ জার্নাল/ওএফ
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/282971/খালেদা-জিয়ার-চিকিৎসায়-বিশেষজ্ঞ-চিকিৎসকদের-বৈঠক