Banar

আমি

বিএসএমএমইউর চিকিৎসক-নার্সসহ ১৫ জন বরখাস্ত

বিএসএমএমইউর চিকিৎসক-নার্সসহ ১৫ জন বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক :: own-reporter

জুলাই গণঅভ্যুত্থানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেবিন ব্লক এলাকায় সংগঠিত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৫ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) বিএসএমএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তা-কর্মচারীরা হলেন- ডা. আবু তোরাব আলী মিম (কার্ডিওলজি বিভাগ, মেডিকেল অফিসার), ডা. রিয়াজ সিদ্দিকী প্রাণ (চর্ম ও যৌন রোগ বিভাগ, মেডিকেল অফিসার), নিতীশ রায় (পরিচালক [হাসপাতাল] অফিস, পেইন্টার), মো. সাইফুল ইসলাম (পরিচালক [হাসপাতাল] অফিস, পেইন্টার), কাজী মেহেদী হাসান (পরিচালক [হাসপাতাল] অফিস, এমএলএসএস), শহিদুল ইসলাম (সহকারী ড্রেসার), সন্দীপ (সুইপার), উজ্জল মোল্লা (রেসপিরেটরি মেডিসিন বিভাগ, অফিস সহকারী), সুজন বিশ্ব শর্মা (পরিবহন শাখা, ড্রাইভার), ফকরুল ইসলাম জনি (বহির্বিভাগ, এমএলএসএস), রুবেল রানা (ল্যাবরেটরি সার্ভিস সেন্টার, কাস্টমার কেয়ার অ্যাটেনডেন্ট), শবনম নূরানী (সুপার স্পেশালাইজড হাসপাতাল, সিনিয়র স্টাফ নার্স), শাহাদাত (ওয়ার্ড মাস্টার অফিস, এমএলএসএস), মুন্না আহমেদ (কার্ডিওলজি বিভাগ, এমএলএসএস) ও আনোয়ার হোসেন (ওয়ার্ড মাস্টার অফিস, এমএলএসএস)।

অফিস আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯৪তম সভার সিদ্ধান্ত মোতাবেক বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালীন এই বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের সম্মুখে সংগঠিত হত্যার সঙ্গে জড়িত বিশ্ববিদ্যালয়ে কর্মরত চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স ও কর্মচারীগণকে দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশের ধারা ২ এর (ছ), (জ), (ঝ) ও (ঢ) অনুযায়ী সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হলো।

অফিস আদেশে আরও বলা হয়েছে, বরখাস্তকালীন সময়ে অভিযুক্তরা দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশের ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে বেতন ও ভাতাদি প্রাপ্য হবেন। তবে তাদের চাকরি বিধি মোতাবেক নিয়ন্ত্রিত থাকবে।

এই আদেশ ২০২৫ সালের ৫ জানুয়ারি থেকে কার্যকর হবে।

বাংলাদেশ জার্নাল/এফএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/282326/বিএসএমএমইউর-চিকিৎসক-নার্সসহ-১৫-জন-বরখাস্ত

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Below Post Responsive Ads code (Google Ads)

buttons=(Accept !) days=(20)

https://oodruhoufouzair.com/4/7922562
Accept !