মাবিয়া-নজির ফাউন্ডেশনকে আর্থিক সহায়তা প্রদান শাহ্জালাল ইসলামী ব্যাংকের
বাণিজ্য
নিজস্ব প্রতিবেদকশাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে গত ৭ নভেম্বর সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী জেলার কিছু সংখ্যক অসহায় ও গরীব পরিবারকে বসতঘর সংস্কার ও পুননির্মাণে মাবিয়া-নজির ফাউন্ডেশনকে ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।
ওই দিন শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো. আবুল বাশার মাবিয়া-নজির ফাউন্ডেশন এর চেয়ারম্যান এস এম হুমায়ুন পাটওয়ারীর নিকট উক্ত অনুদানের চেক হস্তান্তর করেন।
অনুদানের চেক হস্তান্তরকালে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র ভিপি ও ডেপুটি কোম্পানি সচিব এ. এইচ. এম. আশরাফ উদ্দিন, এফএভিপি মো. সানাউর রশিদ (সাগর), জেএভিপি ও জনসংযোগ বিভাগের ইনচার্জ (চলতি দায়িত্ব) কে. এম. হারুনুর রশীদ এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন এর এক্সিকিউটিভ অফিসার মো. কামাল মিয়া উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জার্নাল/এমপি
from BD-JOURNAL https://www.bd-journal.com/business/279215/মাবিয়া-নজির-ফাউন্ডেশনকে-আর্থিক-সহায়তা-প্রদান-শাহ্জালাল-ইসলামী-ব্যাংকের