
হানিফ ফ্লাইওভারে চলন্ত ট্রাকে আগুন
নিজস্ব প্রতিবেদক :: own-reporterরাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে চলন্ত একটি ট্রাকে হঠাৎ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট।
শনিবার (৯ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, হানিফ ফ্লাইওভারে চলন্ত একটি ট্রাকে আগুন লাগার খবর পান। পরে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
তবে ট্রাকে কীভাবে আগুন লেগেছে এবং হতাহতের কোনো খবর তাৎক্ষণিক জানাতে পারেনি পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
বাংলাদেশ জার্নাল/এফএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/279158/হানিফ-ফ্লাইওভারে-চলন্ত-ট্রাকে-আগুন