
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক :: own-reporterঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে রয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি।
বিষয়টি নিশ্চিত করেছে বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন।
জানা যায়, শনিবার সন্ধ্যা থেকেই কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার মাত্রা বাড়তে থাকে। রাত ১০টার পর থেকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করে। তখন ফেরি চলাচলের জন্য নদীতে রাখা বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না।
এ সময় দুর্ঘটনা এড়ানোর জন্য এই এ নৌ-রুটে ১০টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি‘র দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, দুর্ঘটনা এড়াতে রাত ১০টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।
কুয়াশার কারণে শনিবার প্রায় ১১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর বেলা ১০টা ৪৫ মিনিটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ জার্নাল/এফএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/283773/ঘন-কুয়াশায়-দৌলতদিয়া-পাটুরিয়ায়-ফেরি-চলাচল-বন্ধ